হিরোইন উদ্ধার: মৌলভীবাজারে ৫ জনের যাবজ্জীবন

প্রকাশ | ০৬ জুন ২০১৭, ১৫:২৮

মৌলভীবাজার প্রতিনিধি
ফাইল ছবি

হিরোইন উদ্ধারের মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে মৌলভীবাজারের একটি আদালত। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলম এ রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্তরা হলেন, সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের উত্তরজগন্নাথপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে আব্দুর রকিব ও তার স্ত্রী শিফা বেগম ও ছোটভাই মইনউদ্দিন, ময়মনসিংহ জেলা ফুলবাড়িয়া উপজেলার মোজাম্মেল হক মিলন ও তার বোন আহমুদা বেগম।
এদের মধ্যে রকিব ও শিফা বেগম কারাগারে  আছেন। বাকিরা পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাস জানান, ২০০৪ সালে আসামিদের উওর জগন্নাথপুর গ্রামের বাড়ি থেকে ৩৬ গ্রাম হিরোইনসহ পাঁচ জনকে আটক করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন। এরপর অমর কুমার সেন মামলা করেন। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদেরকে এ দ- দেন।
ঢাকাটাইমস/০৬জুন/প্রতিনিধি/ডব্লিউবি