ধানমন্ডির তিন রেস্টুরেন্ট মালিকের প্রতি আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১৬:৩৮

উচ্চ আদালতের রায় অমান্য করে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে থেকে যাওয়া তিনটি রেস্টুরেন্ট মালিকের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। তিনটি রেস্টুরেন্ট হলো সই থ্রি (Soi Three), বিটার সুইট (Bitter Sweet), ফোর্ক নাইফ (Fork Knife)। এসব রেস্টুরেন্টের মালিক যথাক্রমে মিসেস বুশরা, রুখসানা বেগম, সেগুফতা হাসান ও শাহ জামালের বিরুদ্ধে এই রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। রুলে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ধানমন্ডির আবাসিক এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকার কারণে সেখানে বসবাসকারীদের জীবন-যাত্রা বিঘ্নত হওয়া ২০১২ সালে হাইকোর্ট ওই এলাকা থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান সরানোর নির্দেশ দিয়েছিল। এরপরও এসব ব্যবসা প্রতিষ্ঠান ওই এলাকায় ব্যবসা পরিচালনা করে আসছে। আদালতের আদেশ অমান্য করে ব্যবসায় পরিচালনা করায় গত ১ জানুয়ারি এ তিন প্রতিষ্ঠানকে আইনি নোটিশ দেয়া হয়। সেই নোটিশ পাওয়ার পরও প্রতিষ্ঠানগুলো সরানোর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করা হয়। গতকাল সোমবার ওই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার এই রুল দেন।

(ঢাকাটাইমস/০৬জুন/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :