মেসির টানে বার্সার পানে ডি মারিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ০৯:৩০| আপডেট : ০৭ জুন ২০১৭, ০৯:৫৪
অ- অ+

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখাচ্ছেন লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। বেশ কিছু দিন ধরেই এমন গুঞ্জন চাউর হচ্ছে ফুটবল বিশ্বে। শেষ পর্যন্ত স্পেনের জনপ্রিয় দৈনিক মুন্ডো দেপোর্তিভোও মারিয়ার বার্সায় যোগ দেয়া নিয়ে খবর ছেপেছেন।

মুন্ডো দেপোর্তিভোও তাদের প্রতিবেদনে বলছে, ‘প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে অ্যাঞ্জেল ডি মারিয়াকে ন্যু ক্যাম্পে উড়িয়ে আনতে মোটা অংকের অর্থ দিতেও প্রস্তুত বার্সা। এমন খবরে ইউরোপজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে মেসির টানে বার্সায় আসছেন মারিয়া? বার্সেলোনার নিয়মিত নন আর্দা তুরান। ফলে একপ্রকার নিশ্চিত যে মিডফিল্ডার আর্দা তুরান আসছে মৌসুমে ছেড়ে দিচ্ছে বার্সেলোনা। তুরানের বদলি হিসাবে বার্সেলোনা আনতে চাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী সাবেক তারকাকে।

এমনকি মেসিও নাকি ডি মারিয়াকে আনতে আগ্রহ দেখিয়েছেন। এদিকে সত্যিই যদি ডি মারিয়া বার্সায় যোগ দেন, তবে তিনি বিরল ফুটবলারদের ঘরে নাম লেখাবেন। যারা কি-না রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা উভয় ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন।

(ঢাকাটাইমস/৭জুন/জেইউএম)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান 
খুনের ঘটনায় যেন অপমৃত্যু মামলা রেকর্ড না হয়, সতর্ক করলেন ডিএমপি কমিশনার 
মেজর পরিচয়ে প্রতারণা, ‘ভুয়া’ বিয়ের পর শারীরিক সম্পর্কের ভিডিওতে নারীকে ব্ল্যাকমেইল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা