বেনাপোলে ১১ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
হুন্ডির ১১ লাখ টাকা নিয়ে ভারতে পাচারকালে যশোরের বেনাপোল থেকে একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার সকালে পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম তরিকুল ইসলাম। ৩৫ বছর বয়সী তরিকুল পুটখালী গ্রামের শুকুর আলীর ছেলে।
পুটখালী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবুল হোসেন জানান, বিপুল হুন্ডির টাকা ভারতে পাচার করা হচ্ছে এমন খবরে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তরিকুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা হুন্ডির ১১ লাখ টাকা জব্দ করা হয়।
হুন্ডির টাকাসহ তরিকুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে জানান আবুল হোসেন।
ঢাকাটাইমস/৭জুন/প্রতিনিধি/এমআর
মন্তব্য করুন