বিদেশি বিনিয়োগ বেড়েছে পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১০:৫৭
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মে মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে। গত মাসের চেয়ে এই বিনিয়োগ ৩.৩৮ শতাংশ বেড়েছে।

মে মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৮৯৬ কোটি ৯৫ লাখ ১০ হাজার টাকা। যদিও এপ্রিলে লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা।

ডিএসই সূত্রে জানা গেছে, মে মাসে ক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৫২৫ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা এবং বিক্রয়কৃত সিকিউরিটিজের পরিমাণ ছিল ৩৭১ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকা।

এপ্রিল মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে ৪৬৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকার শেয়ার কেনা হয়েছে। ওই মাসে বিদেশি পোর্টফোলিওগুলোতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৩৯৮ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা।

চলতি বছরের প্রথম ১০ মাসে পুঁজিবাজারে মোট বিদেশি লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৩৯ কোটি ৭৯ লাখ টাকা। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ১০ মাসে যার পরিমাণ ছিল ১ হাজার ৬৮২ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা।

ঢাকাটাইমস/৭জুন/ওয়াইএ/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
সাত দিনের মধ্যে সম্পদের হিসাব প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান
বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না: সাইফুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা