ইরানের পার্লামেন্ট ও খোমেনির মাজারে গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০১৭, ১৫:১৯ | প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৩:২৮

তিন অস্ত্রধারী ব্যক্তি ইরানের পার্লামেন্ট ভবনের ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। ভিন্ন আরেক খবরে দাবি করা, একই সময়ে রাজধানী থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে ইমাম খোমেনি(রহঃ)'র সমাধি স্থলে গুলি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিয়ে সুস্পষ্টভাবে কিছু জানা যাচ্ছে না। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, তিন অস্ত্রধারী অস্ত্রের মুখে বেশ কয়েকজনকে জিম্মি করেছেন। তাদের গুলিতে পার্লামেন্ট ভবনের এক নিরাপত্তা কর্মী ও দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ওই দুইজন পার্লামেন্ট ভবনে ঘুরতে এসেছিলেন।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভি জানিয়েছে, এ ঘটনায় অন্তত আট ব্যক্তি আহত হয়েছেন। কোনো কোনো আইনপ্রণেতা বলেছেন, একজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। সংসদে ঢোকার সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ঘিরে রেখেছে।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে পার্লামেন্টের ঘটনার 'সমাপ্তি' হয়েছে। নিরাপত্তা বাহিনী পার্লামেন্টের ভেতরে এবং বাইরে একত্রিত হয়েছে। পার্লামেন্টে হামলার ঘটনায় একজন নিরাপত্তারক্ষী নিহত ও খোমেনির সমাধিস্থলে কয়েকজন আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়।

এদিকে, মাজারে গোলাগুলিতে কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তৃতীয় ব্যক্তি নিজেকে উড়িয়ে দিয়েছে

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলাকারীদের সর্বশেষ অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।

ইরানের এমপি ইলিয়াস হাজরাতি বলেন, তিনজন অস্ত্রধারী পার্লামেন্ট ভবনে ঢুকে হামলা চালায়। এদের হাতে ছিল দুইটি কালাশিনভ রাইফেল ও এক বন্দুক।

এদিকে এমপি মেহেদি কিয়াই বলেছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

হামলাকারীর উদ্দেশ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

(ঢাকাটাইমস/৭জুন/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

তীব্র গরমে বিশ্বব্যাপী বছরে ১৯ হাজার শ্রমজীবীর মৃত্যু

গাজা ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো 

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

এই বিভাগের সব খবর

শিরোনাম :