মুশফিকের বাবার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ জুন ২০১৭, ১৪:৪০ | প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৪:১৩

জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদের বিরুদ্ধে করা হত্যা মামলাটি মিথ্যা দাবি করে সেটি প্রত্যাহারের দাবি জানিয়েছে একটি সংগঠন। ‘বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট অ্যাসোসিয়েশন (বিসিএনএ) নামে সংগঠনটি মানববন্ধন করে এই দাবি জানায়।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। তারা মুশফিকের বাবার বিরুদ্ধে মামলাটি চক্রান্ত ও ষড়যন্ত্রমূলক আখ্যা দেন। তারা বলেন, মাশুক হত্যা নিয়ে ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন জনকে আসামি করা হয়েছে, যা মোটেও কাম্য নয়। তারা বলেন, এই হত্যা মামলার আসামি দিদারুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাতে তিনি বলেছেন, মুশফিকের বাবাসহ যে ১৪ জনকে আসামি করা হয়েছে তারা এই হত্যায় কোনভাবেই জড়িত নন।

গত ১৭ মে বগুড়ায় জাসদ নেতার ছেলে স্কুলছাত্র মাসুক ফেরদৌস মাসুককে হত্যার অভিযোগে মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারাকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখন পর্যন্ত এই মামলার তদন্ত শেষ হয়নি। তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বগুড়ায় এক সমাবেশে স্কুলছাত্র মাসুক হত্যার বিচার চেয়ে এসেছেন।

বিসিএনএর সভাপতি জুনায়েদ পাইক বলেন, ‘মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদের বিরুদ্ধে করা অভিযোগ হয়রানিমূলক। তাই আমরা এটা প্রত্যাহারের দাবি জানাই।’ তিনি বলেন, ‘যেখানে ছেলের খেলা দেখতে তার ইংল্যান্ডে থাকার কথা যেখানে তিনি এখন হত্যা মামলার আসামি, এটা দুঃখজনক। মাহবুব হামিদের মতো একজন সহাস্য নিবেদিত সমাজকর্মী ও ক্রিকেটের সমর্থকের বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্বাসযোগ্য নয়।’

মুশফিকের বাবার বিরুদ্ধে মামলার পাশাপাশি গ্রেপ্তার হয়েছেন এই ক্রিকেটারের বড় ভাই মুজাহিদুল ইসলাম মিজু। মাদক বিক্রির অভিযোগে গত ৩ জুন তাকে গ্রেপ্তার করে বগুড়ার পুলিশ। পরদিন আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠান বগুড়ার একটি আদালতের বিচারক।

ঢাকাটাইমস/০৭জুন/জেআর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :