জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
জামালপুরের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার নয়া মালপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
উভয় পক্ষের গুরুত্বর আহত ১৫ জনকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাইবান্ধা মৌজার পৈত্রিক এক একর ৬০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে মালমারা গ্রামের কামরুল হুদার সাথে ছানু মিয়ার বিরোধ চলে আসছিল। বুধবার ভোরে ছানু মিয়ার লোকজন জমিতে ঘর তুলতে গেলে কামরুল হুদার লোকজন বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত মজি মিয়া (৪৫), জয়নাল (৫০), হালিম (৪৫), আমিনুল (৩২), কল্পনা বেগম (২৫), বাবুল (৩৬), হাসানুর (৪৮), ছালাম (৪৫), শাহিন (২৭) আইফল (২৮) সহ উভয় পক্ষের ১৫ জনকে জামালপুর মেডিকেল কলেজ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, জমিসংক্রান্ত বিষয়ে দুই পক্ষকে নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকে বসেছিলাম, কিন্তু কোনো মীমাংসা করা যায়নি।
(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/জেবি)
মন্তব্য করুন