বরিশালে বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করায় মামলা

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ১৬:৩৭

বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার ও বর্তমানে বরগুনা উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বরিশালের চিফ মেট্রোপলিটন আদালতে এ মামলাটি দায়ের করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়েদ উল্লাহ সাজু।

আদালতের বিচারক মো. আলী হোসাইন মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন।

বাদি পক্ষের আইনজীবী অ্যাড. আমিনুল ইসলাম সেন্টু জানান, আসামি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার থাকাকালিন সময়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র ছাপান। ওই নিমন্ত্রণপত্রের পেছনের পাতায় বঙ্গবন্ধুর ছবি বিকৃতি করে লাগানো হয়। এতে ওই নিমন্ত্রণপত্র যাদের হাতে গেছে তারাই বঙ্গবন্ধুর বিকৃত ছবি দেখে মর্মাহত হয়েছেন। বিষয়টি স্থানীয়রা এড়িয়ে গেলেও সাংবাদিকদের মাধ্যমে এ বিষয়ে সবাই অবহিত হয়। এতে সম্প্রতি আগৈঝাড়া থেকে বদলি করে বরগুনা পাঠানো হয় গাজী তারিক সালমনকে।

বদলীর পর এবার তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মানহানির মামলা।

(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :