যশোরে ট্রাফিক কার্যালয়ে তিন পুলিশকে পেটানোর অভিযোগ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ২১:৪৪| আপডেট : ০৭ জুন ২০১৭, ২১:৫৫
অ- অ+

যশোরে ট্রাফিক পুলিশ কার্যালয়ে ঢুকে পুলিশের তিন সদস্যকে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ‘রেজিস্ট্রেশনবিহীন’ মোটরসাইকেল আটক করার জেরে এ হামলা হয় বলে ট্রাফিক পুলিশের দাবি। ছাত্রলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেল তিনটার দিকে শহরের প্রাণকেন্দ্র নেতাজী সুভাষচন্দ্র বসু সড়কে ট্রাফিক পুলিশ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

যশোর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুহম্মদ ফজলুল করিম জানান, দুপুরে যশোর শহরের মণিহার এলাকা ধরে জেলা ছাত্রলীগের পাঠাগারবিষয়ক সম্পাদক মেজবাহউদ্দিন সুমনসহ তিনজন একটি নতুন মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন। সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুস্তাফিজ তাদের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। তারা তা দিতে ব্যর্থ হওয়ায় সার্জেন্ট মোটরসাইকেলটি আটক দেখান।

সার্জেন্ট জানান, বিকেল তিনটার দিকে সুমন ও এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহীর নেতৃত্বে ২০-২৫ জনের একদল যুবক ট্রাফিক পুলিশ অফিসে হামলা চালায়। এ সময় তারা অফিসে দায়িত্বরত কনস্টেবল ইকলাসুর রহমান (নম্বর ৮৫৯), নূরুল ইসলাম (নম্বর ৭৮৫) এবং মফিজুর রহমানকে (নম্বর ১০৭৯) কিল-লাথি মারে। অফিসের একটি টেলিফোন সেট ভাঙচুর ও কাগজপত্র তছনছ করা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশের একটি দল গিয়ে সেখানে অবস্থান নেয়।

হামলা ও মারধরের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল তা নাকচ করে দেন। ঢাকাটাইমসকে তিনি বলেন, ‘অন্য একটি মোটরসাইকেল আটকের ঘটনায় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ট্রাফিক পুলিশ অফিসে গেলে সেখানে কর্তব্যরতরা তাদের গালিগালাজ করেন। এ ঘটনায় যুবকরা ক্ষিপ্ত হয়ে তাদেরও গালিগালাজ করে চলে আসে। মারধর বা হামলার অভিযোগ সত্য নয়।’ মোটরসাইকেল ফেরত দেওয়ার নামে সুমনকে ডেকে নিয়ে আটক করা হয় বলে অভিযোগ করেন তিনি।

সুমনকে আটকের কথা নিশ্চিত করেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মুহম্মদ ফজলুল করিম। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত সুমনকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, হামলার খবর পেয়ে সেখানে আসা কোতোয়ালি থানা পুলিশের দল বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ভ্যানে করে সুমনকে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/৭জুন/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বন্ধুদের নিয়ে কারখানায় জুয়া খেলছিল কর্মচারী, বাধা দেওয়ায় মালিককে খুন
বিএনপির তিন সংগঠনের লংমার্চের সমাপনী সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের সুখবর দিলেন আসিফ নজরুল
মানিকগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা