আশুলিয়ায় অস্ত্রসহ ও মাদকসহ ট্রাফিক পুলিশ আটক
সাভারের আশুলিয়ায় একটি আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্যসহ এক ট্রাফিক পুলিশের সদস্যসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে আশুলিয়ার কলতাসূতি এলাকার মুজিবুর রহমানের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক বিক্রেতার নাম মিঠু জানা গেলেও ট্রাফিক পুলিশ সদস্যের নাম জানা যায়নি। আটক মিঠু রংপুর জেলার পীরগঞ্জ থানার সিরারপাড় গ্রামের আফজাল হোসেনের ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক কামাল হোসেন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ওই ট্রাফিক পুলিশ সদস্য ও মিঠু দীর্ঘ দিন ধরে কলতাসূতি এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০০ পিস ইয়াবাসহ মিঠু ও এক ট্রাফিক পুলিশ সদস্যকে আটক করা হয়। পরে তাদের কক্ষে তল্লাশি চালিয়ে এলজি নামে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন