ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার আসামি অন্য মামলায় গ্রেপ্তার

সৈয়দ মাহফুজ রহমান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ২২:৩৬
অ- অ+

পিরোজপুরের ইন্দুরকানীতে যুদ্ধাপরাধ মামলার আসামি আ. মান্নান খানকে হামলা ও সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ইন্দুরকানী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্তনাধীন মামলার আসামি আ. মান্নান খানকে(৭৫) আটক করে। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধে একই গ্রামের প্রতিবেশী সরোয়ার মাস্টার ও আনোয়ার মাস্টারকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছিল। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে পাঠিয়েছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ঢাকাটাইমসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া গত ১৯ এপ্রিল ইন্দুরকানী থানার রামচন্দ্রপর গ্রামের মৃত জুলমত আলী খানের ছেলে আ. মান্নান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ১৯ টি অভিযোগে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে একই গ্রামের দেলোয়ার হোসেন ফরাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। গত ৩ মে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত মামলাটি শুনানি শেষে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠান। বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তনাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, ভৈরবে পথসভায় জিলানী
বর্ণাঢ্য আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত
খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা বলতে লজ্জা হয় না, ভারতকে প্রশ্ন ফারুকের
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা