মাগুরা নয় ফরিদপুরে থাকার দাবিতে চরপাচুড়িয়াবাসীর মানববন্ধন

এরশাদ সাগর, বোয়ালমারী (ফরিদপুর) থেকে
  প্রকাশিত : ০৭ জুন ২০১৭, ২৩:০৬| আপডেট : ০৭ জুন ২০১৭, ২৩:১৪
অ- অ+

মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলায় না যাওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের চরপাচুড়িয়ার গ্রামবাসী।

বুধবার বেলা সাড়ে ১২টা থেকে আলফাডাঙ্গা সদরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা আ.লীগের সভাপতি এস.এম আকরাম হোসেন, অধ্যাপক মো. মোরাদ হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান আহাদ, সাবেক প্রধান শিক্ষক আবুল হাসেম মোল্যা, ছলেমান মোল্যাসহ জনপ্রতিনিধি, শিক্ষক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ কয়েকশত লোক।

মানববন্ধন শেষে এলাকাবাসী আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।

গ্রামবাসীর পক্ষে পাচুড়িয়া ইউনিয়নের ৪ ওয়ার্ডের ইউপি সদস্য আলী আফজাল লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, আমরা চরপাচুড়িয়া গ্রামের এলাকাবাসী। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুর ফরিদপুর পরিচয় দিয়ে থাকতে চাই। আমাদের জন্মস্থান ফরিদপুরের মাটিতে, তাই মৃত্য পর্যন্ত ফরিদপুর থাকতে চাই। আমাদের গ্রাম মাগুরা জেলার মুহম্মদপুর উপজেলাতে কেটে যাওয়ার খবর পেয়ে হাইকোর্টে আপিল করেছি। যার মামলা ১৮২৫/১৫।

উল্লেখ্য, ওই গ্রামের লোকসংখ্যা ১০ হাজার। ভোটার সংখা ১৫৫১ জন। এ গ্রামের আয়তন আট কিলোমিটার.।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ চৌধুরী বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো কাগজপত্র আসেনি। এলাকাবাসী আমার কাছে আসলে এ বিষয়টি নজরে রাখব।

(ঢাকাটাইমস/০৭জুন/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার ঘন্টার পরই জামিনে মুক্ত আল্লু অর্জুন
নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে বাংলাদেশ: লোকসভায় জয়শঙ্কর
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা