১৯ জুন থেকে ইবির আবাসিক হল বন্ধ
ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৮ জুন ২০১৭, ১৪:০৩
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল আবাসিক হল ১৯ জুন সোমবার থেকে ৩ জুলাই সোমবার পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে বন্ধ হচ্ছে।
বুধবার দুপুর ১টায় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ১৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ১৪ দিন বন্ধ থাকবে। ৪ জুলাই সকাল ৯টায় সকল আবাসিক হল খুলে দেয়া হবে। একইদিন সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।
(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন