বাংলাদেশে ব্যবসা করা সহজ হচ্ছে
গত এক বছরের তুলনায় বাংলাদেশে ব্যবসা সহজ হয়েছে বলে একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। চলতি বছর বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেসের সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৬। আগামী ৫ বছরের মধ্যে এই সূচকে বাংলাদেশের অবস্থান ১০০ এর নিচে থাকবে বলে আশা করছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১৭ প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান এসব কথা বলেন।
আমিনুল ইসলাম বলেন, ‘পাঁচ বছর পর বাংলাদেশ সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডের মত ইনভেস্টমেন্ট দেশে পরিণত হবে। একইসঙ্গে বিনিয়োগে বিদেশিদের প্রতিশ্রুতির হারও বাড়বে। এর জন্য প্রয়োজনীয় সব কাজ করছে সরকার।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ও টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) সম্নয়ক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। আলোচক ছিলেন উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমেদ।
আমিনুল ইসলাম বলেন, ‘ভারতের মতো দেশে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিশ্রুতির ৫০ শতাংশ বাস্তবায়ন হয়। আমাদের মতো দেশে এটা ৩৬ শতাংশ। তবে এটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নত হচ্ছে আমাদের ব্যবসার পরিবেশ। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’
আমিনুল ইসলাম বলেন, ‘ব্যবসার জন্য গ্যাস, বিদ্যুৎ একটি বড় উপাদান। বিদেশি বিনিয়োগকারীরা এই খাতেই বিনিয়োগ বাড়াচ্ছে। ইতোমধ্যে ১০ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। এর ৫০ শতাংশ বাস্তবায়ন হলেও চলতি বছরে শুধু বিদ্যুৎ খাতেই বিদেশি বিনিয়োগ পাঁচ বিলিয়ন হবে।’
(ঢাকাটাইমস/৮জুন/এনআই/ডব্লিউবি)
মন্তব্য করুন