ইবিতে ‘এফ’ ইউনিটে কোটায় ভর্তির আবেদন ১১ জুন শুরু
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে কোটায় পুনঃভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি আবেদন ১১ থেকে শুরু হচ্ছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘এফ’ ইউনিটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্মাতক (সম্মান) শ্রেণিতে বিশেষ কোটায় ভর্তি আবেদন ১১ জুন থেকে শুরু হবে। পুনঃভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা অথবা পুত্র-কন্যার পুত্র-কন্যা, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী, হরিজন-দলিত জনগোষ্ঠী (অন্ত্যুজ), শারীরিক প্রতিবন্ধী ভর্তিচ্ছুদের ১৭ জুনের মধ্যে অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক এবং সদস্য সচিব মো. সোরওয়ার্দী হোসেনের নিকট নির্ধারিত ফরমে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। অগ্রণী ব্যাংক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ২৫০ টাকা জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সাথে পুনঃভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ইউনিট কর্তক প্রদত্ত মূল নম্বরপত্র এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও সনদপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।
(ঢাকাটাইমস/৮জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন