সাভারে বজ্রপাতে প্রাণ গেল তিনজনের
সাভারের পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোরসহ তিনজন মারা গেছে। এ ঘটনায় এক নারীসহ গুরুতর আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে ভারী বর্ষণের সময় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত দুই কিশোর হলো- নাহিদ ও শাহপরান। এ ঘটনায় নিহত অপরজন আসাদুল নামে একজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের বেগ জানান, হেমায়েতপুর ঋষিপাড়া এলাকায় বৃষ্টির সময় একটি ভবনের ছাদে গোসল করছিল তিন কিশোর। হঠাৎ বজ্রপাতে পড়ে দুই কিশোর মারা যায়। এসময় গুরুতর আহত অবস্থায় অপর এক কিশোরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে একই সময় নামা গেন্ডা এলাকায় আসাদুল নামে আরও এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। আর কাঠগড়া এলাকায় বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন মাকসু আক্তার নামে এক নারী। তাকেও এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৮জুন/আইআই/এলএ)
মন্তব্য করুন