তুরাগে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ০৮:৫০
অ- অ+

রাজধানীর তুরাগের রানাভোলা বটতলা এলাকার একটি বাসা থেকে তিন সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ততে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ।

নিহতেরা হলেন রেহেনা পারভিন, বড় মেয়ে শান্তা, ছোট মেয়ে আরিফা ও ১১ মাসের ছেলে সাদ। তাদের বাবার নাম মোস্তফা কামাল।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা বলেন, মোস্তফা কামাল ওই এলাকায় একটা সমিতির ব্যবসা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। রাত সোয়া ১২ টার দিকে ফিরে বাসা অন্ধকার দেখতে পান। এরপর দরজা খুলে তিনি দেখতে পান স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলছে, বড় মেয়ের হাত-পা বাঁধা। তিন সন্তানের লাশ খাটের ওপর পরে আছে। তার আর্ত চিৎকারে স্থানীয়রা থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়।

এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা-জানতে চাইলে ওসি বলেন, এখনই কিছু বোঝা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত হলে জানা যাবে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৯জুন/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তরকে ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল 
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করছে: ডা. ইরান
ফরিদপুর চিনিকলে আখ মাড়াই উদ্বোধন, ৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা
বিচার ব্যবস্থা ঠিক না থাকলে দেশের কিছুই ঠিক থাকে না: আমীর খসরু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা