বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১১:৫০

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।

ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হলেও স্থানীয় সময় অনুযায়ী শুরু হবে সকাল সাড়ে দশটায়। গত দুইদিন ধরে সেখানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, স্থানীয় সময় আজ সকালে বৃষ্টি হতে পারে। তবে, বেলা এগারোটার দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।

এই মাঠে সর্বশেষ চার ম্যাচে ৩০০’র বেশি রানের ইনিংস হয়েছে। তবে, আজকের ম্যাচটি অনুষ্ঠিত হবে নতুন পিচে। এই পিচে কিছুটা ঘাস রয়েছে। আজকের ম্যাচে ৫০ ওভারের খেলা হওয়ার সম্ভাবনা খুবই কম।

আজ যে দলই হারবে তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে।আর যারা জিতবে তাদের সেমিতে উঠার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে আগামীকাল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের দিকে। ইংল্যান্ডের ইতোমধ্যে সেমিফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত।

শনিবার তারা যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে তাহলে তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়ে গ্রুপ চ্যাম্পিয়ন পাবে। সেক্ষেত্রে ইংলিশদের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হবে আজকের ম্যাচে জয়ী দলের। কিন্তু আগামীকাল যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে গ্রুপ ‘এ’ থেকে সেমিতে খেলবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।

এর আগে বাংলাদেশ ইংল্যান্ডের কাছে হেরেছিল। আর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। অন্যদিকে, নিউজিল্যান্ডও ইংল্যান্ডের কাছে হেরেছে। আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

(ঢাকাটাইমস/৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :