চট্টগ্রামে সাড়ে তিন লাখ ইয়াবা উদ্ধার

ব্যুরো প্রধান, চট্টগ্রাম
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১২:৫৯| আপডেট : ০৯ জুন ২০১৭, ১৩:০৫
অ- অ+

চট্টগ্রামের আনোয়ারা থানার রায়পুরা ইউনিয়নের গহিরা এলাকা থেকে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মো. রেজাউল মাসুদ।

শুক্রবার ভোরে ওই এলাকার আবুল কাশেমের বাড়ি তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

রেজাউল মাসুদ জানান, মিয়ানমার থেকে বড় অংকের একটি চালান আনোয়ারায় আসছে- এমন সংবাদে পুলিশ গত কয়েকদিন খোঁজ-খবর রাখছিল। চালানটি আবুল কাশেমের বাড়িতে রয়েছে নিশ্চিত হওয়ার পর ভোরে তল্লাশি চালানো হয়। এসময় ওই বাড়ির খাটের নিচে বস্তাভর্তি ইয়াবাগুলো পাওয়া যায়।

তিনি আরও জানান, পুলিশের অভিযানের সময় ওই বাড়িতে কেউ না থাকায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আবুল কাশেমের নামে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯জুন/আইকে/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা