এক সঙ্গে চার কন্যা প্রসব, মারা গেল তিনজনই

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৪:০৮| আপডেট : ০৯ জুন ২০১৭, ১৪:১২
অ- অ+

বরগুনার এক গৃহবধূ এক সঙ্গে চারটি কন্যা সন্তান প্রসব করেছেন। তবে চারজনই মারা গেছে। জীবিত একজনও আছে ঝুঁকিতে।

শুক্রবার ভোর পাঁচটার দিকে বরগুনা সদর উপজেলার বুড়িরচর গ্রামের বাবার বাড়িতে এই চার সন্তান প্রসব করেন রেখা রানী।

তিনি বুড়িরচর গ্রামের অনিল চন্দ্র মিস্ত্রীর মেয়ে এবং তালতলী উপজেলার চরপাড়া গ্রামের শ্রী বিকাশ চন্দ্র মিস্ত্রীর স্ত্রী।

রেখা রানীর স্বামী বিকাশ চন্দ্র মিস্ত্রী জানান, তাদের ৮ বছরের বিজলী নামে একটি মেয়ে রয়েছে। সম্প্রতি তার স্ত্রী সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলে তাকে তার বাবার বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। পরে শুক্রবার ভোর পাঁচটার দিকে পরপর চারটি কন্যা সন্তান প্রসব করে রেখা রানী। প্রসবের কিছু সময় পর সন্তানরা অসুস্থ হয়ে পড়লে তিনি বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে ভর্তির কিছু সময় পর একে একে তিনটি সন্তান মারা যায়। যে সন্তানটি বেঁচে আছে সেও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তির অল্প সময়ের মধ্যেই একে একে তিনটি কন্যা শিশু মারা যায়। তবে মা সুস্থ থাকলেও জীবিত শিশুটি গুরুতর অসুস্থ। চব্বিশ ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা