চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার হেরোইন আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৬:৩৩
অ- অ+

চুয়াডাঙ্গায় দুই কেজি ৩৫০ গ্রাম হেরোইনসহ আবদুল্লাহ আল মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই হেরোইনের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডের কাছে একটি জেনারেটরের ঘর থেকে হেরোইনের চালানটি জব্দ করা হয়। এ সময় আটক মামুন দামুড়হুদা উপজেলা শহরের দশমী পাড়ার নজরুল ইসলামের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দর্শনা বাসস্ট্যান্ড এলাকার ওই জেনারেটরের ঘরে অভিযান চালিয়ে মামুনকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে জেনারেটর ঘর তল্লাশি করে ২ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/৯জুন/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
সুন্দরবনে জেলের জালে বিশাল জাবা ভোলা, ৩ লাখে বিক্রি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা