কিশোরগঞ্জে ইন্টারন্যাশনাল আর্কাইভ দিবস পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৬:৫২
অ- অ+

কিশোরগঞ্জে ইন্টারন্যাশনাল আর্কাইভ দিবস ২০১৭ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টাল হলে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালি বের করা হয়।

কিশোরগঞ্জ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক সাদীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বেতার ও টিভি শিল্পী সেয়দ নুরুল আওয়াল তারামিয়া।

আলোচক ছিলেন খন্দকার কবি আব্দুল মান্নান, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি আজিজুর রহমান, সহসভাপতি মোতাহের হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রেজা সুমন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহসাধারণ সম্পাদক শফিক কবীর, বাপার প্রত্নতত্ত্ব উপকমিটির সদস্য সচিব ফারুকুজ্জামান, শিল্পী নিরব রিপন, কবি এনামুল হক প্রমুখ।

সভায় সংগঠনের সভাপতি শুরুতেই বিষয়ভিত্তিক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। পরে অতিথিরা পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন।

এছাড়াও অনুষ্ঠানে কবি নুরুল আওয়াল তারা মিয়ার রচিত হামদ ও নাত বইটির মোড়ক উন্মোচন করা হয়।

(ঢাকাটাইমস/০৯জুন/প্রতিনিধি/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় 
সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়েরিয়া রোগীর চাপ, চিকিৎসায় হিমশিম
স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না: নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা