তাসকিনের প্রথম আঘাত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুন ২০১৭, ১৭:৩৭ | প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ১৭:১০
ফাইল ছবি

শুরু থেকেই মেরে খেলে নিউজিল্যান্ড। পাওয়ার প্লে’র প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না খুইয়ে সাত করে রান সংগ্রহ করে দুই কিউই ওপেনার লুক রনকি ও মার্টিন গাপটিল।

শেষমেশ দলীয় ৪৬ রানের মাথায় রনকিকে ফেরান তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেটে ৫৪ রান।

এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে বোলিংয়ে নামে বাংলাদেশ। দুই পরিবর্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় দলে নাম লেখালেন পেসার তাসকিন আহমেদ। চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে এটাই তাসকিনের প্রথম ম্যাচ।

টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েসের পরিবর্তে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। তিন নম্বরে ব্যাট করবেন সাব্বির রহমান আর মিডল অর্ডারে দেখা যাবে মোসাদ্দেককে।

উল্লেখ্য, আগের রাত আর আজ সকালে কার্ডিফে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড খেলার জন্য অনুপযোগী হয়ে পড়ে। যে কারণে নির্দিষ্ট সময়ের ঘণ্টা খানেক পর শুরু হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বৈরথ। অর্থাৎ বাংলাদেশ সময় বিকাল ৪.৩০টায় মাঠে বল গড়ায়।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড একাদশ:

কেন উইলিয়ামসন, কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, নিল ব্রুম, মার্টিন গাপটিল, রস টেইলর, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।

(ঢাকাটাইমস/৯জুন/জেইউএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :