গীতিকার কবির বকুলের বাবা আর নেই

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০১৭, ২০:০৬| আপডেট : ০৯ জুন ২০১৭, ২০:৫৮
অ- অ+

জাতীয় চলচ্চিত্র পুরস্কাপ্রাপ্ত গীতিকার কবির বকুলের বাবা মোহাম্মদ আলী আর নেই। শুক্রবার (৯ জুন) দুপুর ১টা ২০ মিনিটে চাঁদপুরের নিজ বাসায় ইন্তেকাল করেন উন্নয়ন বোর্ডের এই সাবেক প্রকৌশলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, সাত ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ আলীর মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কবির বকুলের স্ত্রী কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী।

পারিবারিক সূত্র জানায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে হৃদরোগ, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

শুক্রবার রাতে তারাবির নামজ শেষে চাঁদপুর সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পৌর কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ।

কবির বকুলের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জি এম শাহীন ও সাংগঠনিক সম্পাদক আলম পলাশ, দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ মাসুদ আলমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্ব ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/৯জুন/এসও/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা