ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছে আইএফএম
নতুন ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। খবর বাসসের।
নতুন ভ্যাট (মূল্য সংযোজন কর) আইন আগামী জুলাই থেকে কার্যকর হবে। বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আগামী ২০১৭-১৮ অর্থবছরে সব পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেন, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা।
বৃহস্পতিবার আইএমএফ এর নির্বাহী বোর্ডের পরিচালকবৃন্দ এক বিবৃতিতে নতুন ভ্যাট প্রণয়নে সরকারকে স্বাগত জানায়।
বিবৃতিতে আইএমএফ জানিয়েছে, নতুন ভ্যাট পরিকল্পনা প্রবর্তনের ফলে কর প্রশাসনের উন্নয়ন, রাজস্ব ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং সামাজিক খাতে ব্যয় নির্ধারণে সহায়ক হবে।
নতুন ভ্যাট আইনের কারণে পণ্যমূল্য বাড়বে না বলে মনে করছে রাজস্ব বোর্ড (এনবিআর)। অপরদিকে ব্যবসায়ী মনে করেন, সকল ক্ষেত্রে ১৫ শতাংশ হারে ভ্যাট যদি আদায় করা হয় তাহলে বেড়ে যাবে পণ্যমূল্য। তাই তারা এ হার কমানোর দাবি জানিয়ে আসছে।
(ঢাকাটাইমস/০৯জুন/জেআর/জেবি)
মন্তব্য করুন