বাকৃবিতে পাবনা-সিরাজগঞ্জ সমিতির ইফতার মাহফিল
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাবনা-সিরাজগঞ্জ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিনি কনফারেন্স রুমে ওই ইফতার মাহফিল হয়।
সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. এফ.এম জামিল উদ্দিনের সঞ্চালনায় ওই ইফতার মাহফিলে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও পাবনা-সিরাজগঞ্জ জেলার প্রায় শতাধিক শিক্ষার্থী ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
(ঢাকাটাইমস/৯জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন