রূপগঞ্জে ওয়ালটনের শো-রুম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১২:৫৫| আপডেট : ১০ জুন ২০১৭, ১২:৫৬
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মানিক হাজী মার্কেটে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী পাওয়া যাবে। গতকাল শুক্রবার শো-রুমটির উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন তারাব পৌরসভা আওয়ামী লীগ সভাপতি হাজী মো. মোফাজ্জল হোসেন ভূইয়া, ওয়ালটন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক সরকার, পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, বিপণন বিভাগের উপ-পরিচালক মো. সৈকত, সিনিয়র এজিএম মো. জাহিদ হাসান, এজিএম, মো. শাহ্ শহীদ চৌধুরী, মার্সেল হা-শো সিজন-৪ এর চ্যাম্পিয়ন মহারাজ ইমন এবং নিউ সোস্যাল মাল্টি ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী মো. বি. কে. রায় (বাবু) সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কৌতুকের রাজা মহারাজ ইমন তিনি বিভিন্ন ধরনের মজাদার কৌতুক উপস্থাপন করে উপস্থিত দর্শকদের আনন্দে ভাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন বলেন, ওয়ালটন শিল্প পরিবার চেষ্টা করছে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি দেশের ঘরে ঘরে বাংলাদেশে তৈরি বিশ্বমানের ওয়ালটন পণ্যসামগ্রী পৌঁছে দেয়ার। দেশের মানুষের চাহিদা মেটানোর পাশাপাশি ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্যসামগ্রী রপ্তানি হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। তিনি দেশপ্রেমিক সকল নাগরিকদের ওয়ালটনসহ দেশে তৈরি সকল প্রকার পণ্যসামগ্রী ব্যবহারের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আহ্বান জানান।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ওয়ালটন এদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের ব্র্যান্ড। বিশ্বমানসম্পন্ন পণ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন অতি শিগগির শীর্ষস্থানে পৌঁছবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঢাকাটাইমস/১০জুন/এমআর

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা