লৌহর নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়ি-ঘর

মোহাম্মদ আরজু, ব্রাহ্মণবাড়িয়া
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১৩:৩৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নদী গর্ভে বিলীন হচ্ছে বসত ঘর-বাড়ি। উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ (পূর্বপাড়া) নদী ভাঙনে এসব এলাকায় একের পর এক ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।

সম্প্রতি টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পানি নিচে দিকে ধাবিত হওয়ায় লৌহর নদী দিয়ে বয়ে যাচ্ছে প্রবল স্রোত। এরই ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়িগুলো।

সরেজমিনে দেখা গেছে, হরষপুর দেওয়ান বাজারের পূর্ব দিকে মির্জাপুর-হরষপুর রেল স্টেশনের রাস্তার পাশ ভেঙে নদীতে পড়ছে। এরই পাশাপাশি সরকারি খাস ভূমিতে প্রায় ২০টির মত পরিবারের বসবাস। তাদের ঘরবাড়ি ভেঙে পড়ছে নদীতে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়া জানান, আমি খবর পেয়ে নদীর তীরবর্তী মানুষদের সরিয়ে নিয়েছি এবং অন্যদের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য দ্রুত নিরাপদ স্থানে যেতে বলেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী আফরোজ বলেন, নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি। যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চার ঘন্টার পরই জামিনে মুক্ত আল্লু অর্জুন
নিজ স্বার্থেই সংখ্যালঘুদের সুরক্ষা দেবে বাংলাদেশ: লোকসভায় জয়শঙ্কর
অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো সুযোগ নেই: জোনায়েদ সাকি 
অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা