টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ একজন আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১৩:৪৭
অ- অ+

কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীর ডেইল এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ আবদুল করিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের মৃত সৈয়দ হোসেনের ছেলে।

শনিবার সকালে আটক করিমের বাড়ি থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, সে একজন ইয়াবা চোরাকারবারি।

পুলিশ জানায়, শনিবার সকালে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান এনে বিক্রি করার জন্য সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার একটি বাড়িতে মজুদ রাখা হয়েছে- এমন সংবাদে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় আবদুল করিমের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। উদ্ধার ইয়াবার দাম ১ কোটি ২০ লাখ টাকা। অভিযানকালে তার বাড়ি থেকে আরও দুজন পালিয়ে যায়। ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় সোর্পদ করে মাদক মামলা করা হয়েছে।

টেকনাফ মডেল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিকে দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
রয়েল ক্লাবের সভাপতি হলেন জহির রায়হান 
‘সবার আগে বাংলাদেশ’ আয়োজিত কনসার্ট-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
উত্তরখানে বিপুল চোলাই মদসহ ম্যাক্সওয়েল গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা