স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ
রাজধানীর গুলশান এলাকায় স্ত্রীকে গলাকেটে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন অহিদুজ্জামান মিয়া মিন্টু (৩৫) নামে এক ব্যক্তি। শনিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম রানী বেগম (২৮)।
নিহত রানী বেগম তার স্বামী মিন্টুর সঙ্গে রাজধানীর মহাখালী এলাকার খ্রিস্টানপাড়ায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এটা রানীর দ্বিতীয় বিয়ে। তার দুটি সন্তান রয়েছে। রানী গুলশানের ৬৮ নম্বর রোডের ১০ নম্বর বাড়ির তিন তলায় গৃহকর্মীর কাজ করতেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, মিন্টু গুলশান ৬৮ নম্বর রোড়ের ১১৬ নম্বর বাড়ির ড্রাইভার। এ সুবাদে প্রতিদিন স্ত্রীকে ওই বাড়িতে দিয়ে মিন্টু তার কাজে চলে যান।
মিন্টু পুলিশকে জানান, স্ত্রীর পরকীয়া নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আজ সকালে ওই বাসায় কেউ ছিল না। এ সময় পৌঁছে দিতে এসে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে রান্না ঘরে চাকু দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করেন তিনি। পরে মিন্টু থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
(ঢাকাটাইমস/১০জুন/এএ/জেবি)
মন্তব্য করুন