টেকনাফে ২০ মেগাওয়াট সোলার পার্কের কাজ শুরু

প্রকাশ | ১০ জুন ২০১৭, ১৮:০৭

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঘরে ঘরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষে কক্সবাজারের টেকনাফে ২০ মেগাওয়াট সোলার পার্কের কাজ শুরু হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে টেকনাফ উপজলোর হ্নীলার আলী খালীতে ১০০ একর জমির ওপর এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উখিয়া-টেকনাফের সাংসদ আবদুর রহমান বদি।

এসময় বদি বলেন, বহুল প্রতিক্ষীত এই সৌর বিদ্যুত কেন্দ্রটি জননত্রেী শেখ হাসিনার উপহার। উখিয়া-টেকনাফকে অবকাঠামোগতভাবে এগিয়ে নিতে এই সোলার পার্ক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে উল্লেখ করেন সাংসদ বদি।

আগের বিদ্যুতের সাথে এই ২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হলে উখিয়া-টেকনাফে বিদ্যুত সমস্যা আর থাকবে না দাবি করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার, বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেকের ব্যবস্থাপনা পরিচালক নুহের লতিফ খান, হ্নীলা ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপক মো. হানিফ, কো¤পানির কনসালটেন্ট হেলাল উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য জামাল হোছাইন প্রমুখ।

এরপর সাংসদ বদি ওই এলাকার ঘূর্ণিঝড় মোরা ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারকে নগদ টাকা ও চাল বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/ইএস)