বান্দরবানে কাল অর্ধদিবস হরতাল

প্রকাশ | ১০ জুন ২০১৭, ১৮:১৭

বান্দরবান প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার প্রতিবাদ এবং হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বান্দরবানে রোববার অর্ধবেলা  হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুন লংগদুর মাইনিমুখ কাচালং নদীতে ভেসে আসা এক অজ্ঞাত বাঙালির মরদেহ উদ্ধার করা হয়। তাকে হত্যার প্রতিবাদে পূর্বঘোষিত রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় রোববারের অর্ধদিবস হরতাল পূর্ণ দিবস ঘোষণা করা হয়েছে। ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের আহ্বান জানানো হয়।

তবে বান্দরবানে অর্ধদিবস হরতাল পালন করা হবে বলে জানান পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. আব্দুল কাইয়ুম। তিনি বরেণ, হরতালটি কেন্দ্রীয়ভাবে আগে থেকে ঘোষণা করা হয়েছে। তবে তিন পার্বত্য জেলায় পূর্ণ দিবস হলেও বান্দরবানে অর্ধবেলা হরতাল পালনের জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।


(ঢাকাটাইমস/১০জুন/মোআ)