বাংলাদেশি তিন কন্যার জয়ে সর্বইউরোপিয়ান আ.লীগের অভিনন্দন

ইউরোপ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১৮:৪১
অ- অ+

সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত এবং সাধারণ সম্পাদক এম. এ. গনি এক বিবৃতিতে ব্রিটিশ নির্বাচনে বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিক, রুপা হক ও রোশনারা আলী আবার এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। এই তিন নারী যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে জাতীয় সংসদ নির্বাচনে আগেও এমপি হয়েছিলেন।

নেতারা বলেন, টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর রক্ত আজ দেশের মাটি ছাড়িয়ে ব্রিটেনের মত দেশেও নেতৃত্ব দিচ্ছেন। টিউলিপ সিদ্দিক আমাদের অহংকার, গৌরব। আমরা টিউলিপ সিদ্দিকের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

পাশাপাশি আরো দুই বাঙালি নারী রুপা হক ও রোশনারা আলীকে অভিনন্দন জানিয়েছেন তারা।

এছাড়াও আরো অভিনন্দন জানান-

ইউরোপ আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া,

জার্মান সভাপতি এ,কে,এম বশিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, জাহিদুল ইসলাম পলক, ইতালি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জাহাঙ্গীর ফারাজী, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিম উদ্দিন, বেনজির আহমেদ সেলিম, একাংশের সভাপতি এম.এ.কাশেম ও সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্সের একাংশের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, হল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, পর্তুগাল আ:লীগ সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, আবুল কালাম আজাদ, সুইডেন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হাসান, সাধারণ সম্পাদক লাভলু মনোয়ার, ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অন্য অংশের সভাপতি সৈয়দ ইফতেখার টিটু সাধারণ সম্পাদক বিদ্যুৎ কাল, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, গ্রিস আওয়ামী লীগ সভাপতি মান্নান মাতুব্বর, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, অন্য অংশের সভাপতি রাকিব মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাদবর, মোশারফ হোসেন লিয়াকত, সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জুন/সিকে/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হোয়াইট হাউজে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন, যা বললেন জন কিরবি
তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার!
মানিকগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল: জাল সনদ ও অব্যাহতির পরও অধ্যক্ষের চেয়ারে সোহাগ!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা