বগুড়া পৌরসভার বাজেট ঘোষণা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুন ২০১৭, ১৯:৫৯
অ- অ+

বগুড়া পৌরসভার ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন মেয়র একেএম মাহবুবর রহমান।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে রাজস্ব খাত-১ (রাজস্ব) রাজস্ব খাত (২) পানি, উন্নয়ন সহায়তা মঞ্জুরি, বাংলাদেশ মিউনিসিপাল ডেভলপমেন্ট ফান্ড এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প থেকে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪৩ কোটি ৯৯ লাখ ৯৭ হাজার ৩৮০ টাকা এবং এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৯১৫ টাকা।

বাজেটে উল্লেখ্যযোগ্য ব্যয়ের খাতের মধ্যে পৌর মেয়র ও কাউন্সিলরদের সম্মানি ভাতা, কর্মচারীদের সম্মানি ভাতা, জ্বালানি তেল ক্রয় বাবদ সংস্থাপন খাতে সর্বোচ্চ ১০ কোটি ৬২ লাখ ৮০ হাজার টাকা এবং শিক্ষাখাতে ৬৬ লাখ ৮৫ হাজার, স্বাস্থ্যখাতে ৪৪ লাখ ২০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাত্তরের মতো ২৪-এ গণকবর দিয়েছে শেখ হাসিনা: রাশেদ প্রধান 
ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন  অনুষ্ঠিত
গাইবান্ধার চরাঞ্চলের নারী উদ্যোক্তাদের প্রকাশ্যে ঋণ দিল এনআরবিসি ব্যাংক
সুশাসন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্যতা হারাবে: মঞ্জু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা