‘ইফতার সামনে নিয়ে খালেদা প্রতিহিংসার রাজনীতি করছেন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২০:২৭

ইফতার সামনে নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিনিয়ত প্রতিহিংসার রাজনীতি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘সারাদিন সিয়াম সাধনা করে রোজাদার মানুষ যখন পুণ্যময় ইফতার সামনে নিয়ে বসেন; খালেদা জিয়া তখন প্রতিহিংসার জাল বুনতে শুরু করেন।’

শনিবার দিনাজপুর জেলা সদরের স্টেশন ক্লাবে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘ইফতার সামনে নিয়ে কোনো মুসলমান বলতে পারে না- আওয়ামী লীগ নেতাদের এক কাপড়ে ঘরছাড়া হবে। খালেদা জিয়াকে এ প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগ দেয়া যাবে না।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত খালেদা জিয়ার যে প্রতিহিংসা দেশবাসী দেখেছে; শত শত মানুষকে তার প্রতিহিংসায় জীবন দিতে হয়েছে; হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছে, ধর্ষিতার আর্তচিৎকারে ভ‚লুণ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা। আজকে খালেদা জিয়ার এসব কথায় আবারো শঙ্কিত হয় বাংলাদেশ। তাই এবার আর খালেদা জিয়ার প্রতিহিংসার আগুনকে জ্বলতে দেয়া যাবে না। এজন্য খালেদা জিয়ার প্রতিহিংসা থেকে দেশকে বাঁচাতে দল-মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের সপক্ষের সব মানুষকে এক কাতারে এসে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

খালিদ বলেন, ‘এ দেশের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রেখে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশ ও জনগণের স্বার্থবিরোধী বিএনপিকে গ্রহণ করা যাবে না। এরা ক্ষমতায় এলে আবারো হাওয়া ভবন সৃষ্টির মাধ্যমে দেশের সম্পদ লুটপাট করবে।’ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, সদরের এমপি হুইপ ইকবালুর রহিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জুন/টিএ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :