এ সরকার গণমাধ্যমবান্ধব: বন উপমন্ত্রী

প্রকাশ | ১০ জুন ২০১৭, ২২:১১

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আজ  বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। বর্তমান সরকার সকল গণমাধ্যমকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দিয়েছে। সাংবাদিকরা আজ স্বাধীনভাবে মত প্রকাশ করছে। সাংবাদিকদের এই সরকার সবচেয়ে বেশি মূল্যায়ন করছে। সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সর্বাধিক সহযোগিতা করছে। এই সরকার গণমাধ্যমবান্ধব সরকার। সাংবাদিকরা দেশের প্রত্যন্ত অঞ্চলের কথাগুলো জাতীয়ভাবে তুলে ধরছেন। আজ আমরা সহজে যেকোন সংবাদ পেয়ে থাকি। সাংবাদিকরা জাতি ও জনগণের বন্ধু।

শনিবার বিকাল ৫টায় মনপুরা প্রেসক্লাব নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরী, চরফ্যাশন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবদীন আখন্দ, মনপুরা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এ কে এম শাহজাহান, চরফ্যাশন উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ভিপি, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক প্রমুখ।

এর আগে উপমন্ত্রী জ্যাকব মনপুরায় অসহায় দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেন।

(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)