মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ১০ জুন ২০১৭, ২২:৩৬
মৌভীবাজারের রাজনগর উপজেলার বুড়বুড়ি ব্রিজের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
রাজনগর থানার উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বুড়বুড়ি ব্রিজের পাশে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
(ঢাকাটাইমস/১০জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন