কুমিল্লায় পাঁচ ডাকাত গুলিবিদ্ধ
কুমিল্লায় ডাকাতদল ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনায় ডাকাতদলের পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছে। এসময় গুলিবিদ্ধ পাঁচজনসহ সাত ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২টায় কুমিল্লা মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরার চরে এ ঘটনা ঘটে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম বদিউজ্জামান ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পাঁচ ডাকাতসহ সাতজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে এলজিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য দুজনকে থানা হাজতে নেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/জেডএ)
মন্তব্য করুন