সাবেক সাংসদ এখলাছের মৃত্যুবার্ষিকী আজ
নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সাংসদ, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এখলাছ উদ্দীন আহমেদের ৩২তম মৃত্যুবার্ষিকী ১১ জুন (রবিবার)।
১৯৮৫ সালের ১১ জুন সন্ত্রাসীরা নড়াইলের কালিয়া উপজেলার বারইপাড়া খেয়াঘাটে এখলাছ উদ্দীনসহ তার বড় ছেলে এহসানুল হক টুনুকে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে। এখলাছ উদ্দীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন ছিলেন বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।
এখলাছ উদ্দীন ও তার ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কালিয়ার বেন্দায় তাদের কবর জেয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দলীয় ও পারিবারিকভাবে এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, এখলাছ উদ্দীনের অপর ছেলে কবিরুল হক মুক্তি বর্তমানে নড়াইল-১ আসনের (কালিয়া ও সদরের আংশিক) আ’লীগের এমপি।
(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন