১০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চালু
সিলেটের সঙ্গে ১০ ঘণ্টা পর সারাদেশের ট্রেন চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীমঙ্গল স্টেশন মাস্টার ফয়জুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত ১০টার রেল লাইনের উপর পড়ে থাকা গাছের সাথে আখাউড়া থেকে আসা ডেমু ট্রেনটি লাউয়াছড়া বনে ধাক্কা খায়। এতে ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী উদয়ন, ঢাকাগামী উপবন ও লোকাল ট্রেন সুরমা ও জালালাবাদ।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর কুলাউড়া ও আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে গাছ কেটে ট্রেনটি উদ্ধার করলে সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন