ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০১৭, ১২:২০
অ- অ+

সাতক্ষীরায় ছেলের লাঠির আঘাতে বাবাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবা আকবর আলি (৬০) একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার ছেলে আবদুস সালামও একই পেশায় জড়িত।

স্থানীয়রা জানান, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেন নিয়ে শনিবার রাতে তারাবি নামাজ শেষে ঝগড়া হযেছিল। বাবা তার ছেলের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সালাম তার বাবা আকবরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছিল। এরপর রবিবার ভোরে বাবা আকবর আলি মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা