শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আটক

প্রকাশ | ১১ জুন ২০১৭, ১৭:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

রবিবার দুপুরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৩০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেন শুল্ক গোয়েন্দারা। এসব সিগারেট ১৫০ কার্টনে পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, রবিবার দুপুরে গোপন সংবাদ ভিত্তিতে  অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করে। এসব সিগারেট দুটি কার্টনে লুকিয়ে ছিল। সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না।  শুল্ক ফাঁকি দিয়ে এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আটককৃত সিগারেটগুলো বেনসন ইংল্যান্ডের তৈরি। শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ১২ লাখ  টাকা।

আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছেও বলে জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের ওই সূত্রটি।

(ঢাকাটাইমস/১১জুন/এএ/জেবি)