তিন রান আউটে ১৯১ রানে শেষ প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০১৭, ১৯:৩৭ | প্রকাশিত : ১১ জুন ২০১৭, ১৮:৪৪

জিতলেই সেমি, হারলেই বিদায়। এমন সমীকরণ সামনে রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে আজ মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা ও ভারত। লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৪.৩ ওভারে ১৯১ রান সংগ্রহ করে অলআউট হয়ে গেছে এবি ডি ভিলিয়ার্সরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন কুইন্টন ডি কক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেন ফাফ ডু প্লেসিস। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার ২টি, জ্যাসপ্রীত বুমরাহ ২টি, রবীচন্দ্রন অশ্বিন ১টি, হার্দিক পান্ডে ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন।

ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা বেশ ভালোই করেছিল সাউথ আফ্রিকা। ওপেনিং জুটিতে ৭৬ রান তুলেছিল তারা। ইনিংসের ১৮তম ওভারে রবীচন্দ্রন অশ্বিনের বলে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে ধরা পড়েন ওপেনার হাশিম আমলা। তার ব্যক্তিগত সংগ্রহ ৩৫ রান। এরপর ব্যক্তিগত অর্ধশত করে সাজঘরে ফেরেন অপর ওপেনার কুইন্টন ডি কক। ইনিংসের ২৫তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হন তিনি। তিনি করেন ৫৩ রান।

এরপর ফাফ ডু প্লেসিসের সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কিন্তু ইনিংসের ২৯তম ওভারে হতাশাজনকভাবে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ডি ভিলিয়ার্স। ১২ বল খেলে ১৬ রান করেন তিনি। এরপরের ওভারে রান আউট হয়ে ফেরেন ডেভিড মিলার। তিন বল খেলে এক রান করেন তিনি। ৩৪তম ওভারে হার্দিক পান্ডের বলে বোল্ড হন ফাফ ডু প্লেসিস। তার ব্যাট থেকে এসেছে ৩৬ রান।

৩৭তম ওভারে জ্যাসপ্রীত বুমরাহর বলে ভুবনেশ্বর কুমারের হাতে ধরা পড়েন ক্রিস মরিস। আট বল খেলে চার রান করেন তিনি। দলীয় ১৭৮ রানে জ্যাসপ্রীত বুমরাহর বলে এলবিডব্লিউ হন আন্দিল ফেহলাকওয়াইও। ৪৩তম ওভারের দ্বিতীয় বলে ভুবনেশ্বর কুমারের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন কাগিসো রাবাদা। এরপরের বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন মরনি মরকেল। ৪৫তম ওভারে রান আউট হন ইমরান তাহির।

সংক্ষিপ্ত স্কোর

সাউথ আফ্রিকা ইনিংস: ১৯১ (৪৪.৩ ওভার)

(কুইন্টন ডি কক ৫৩, হাশিম আমলা ৩৫, ফাফ ডু প্লেসিস ৩৬, এবি ডি ভিলিয়ার্স ১৬, ডেভিড মিলার ১, জেপি ডুমিনি ২০*, ক্রিস মরিস ৪, আন্দিল ফেহলাকওয়াইও ৪, কাগিসো রাবাদা ৫, মরনি মরকেল ০, ইমরান তাহির ১; ভুবনেশ্বর কুমার ২/২৩, জ্যাসপ্রীত বুমরাহ ২/২৮, রবীচন্দ্রন অশ্বিন ১/৪৩, হার্দিক পান্ডে ১/৫২, রবীন্দ্র জাদেজা ১/৩৯)।

(ঢাকাটাইমস/১১ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

মুখোমুখি হচ্ছে কেকেআর ও আরসিবি, আলোচনায় কোহলি-গম্ভীর দ্বৈরথ

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান: নিক পোথাস

যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হচ্ছে ৩৬ বলে সেঞ্চুরি করা কোরি অ্যান্ডারসনের

লিটনের রানে ফেরা নিয়ে যা বললেন টাইগার কোচ নিক পোথাস

মেসির খেলার খবর শুনেই শেষ ম্যাচের টিকিট

এবার জিম্বাবুয়ে সিরিজেও সৌম্যকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপের আগে পাকিস্তানের আরও এক টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

এই বিভাগের সব খবর

শিরোনাম :