যশোরে ট্রেনে কাটাপড়ে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুন ২০১৭, ২১:০০
ফাইল ছবি

যশোরে সাড়ে তিন বছর বয়সের আবু হুরাইরা নামে এক শিশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে। রবিবার সকাল নয়টার দিকে বারীনগর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হুরাইরা সদর উপজেলার বারীনগর বড় হৈবতপুর গ্রামের লিটন হোসেনের ছেলে।

নিহতের মা ঝরণা বেগম বলেন, আমি ছেলেকে নিয়ে রেললাইনের পাশে বসে ছিলাম। সকাল নয়টার দিকে যশোরের দিক থেকে একটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ছেলেটি খেলা করতে করতে রেললাইনের কাছে চলে যায় এবং ট্রেনের ধাক্কা খায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

হাসপাতালের চিকিৎসক এম আব্দুর রশিদ বলেন, গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল দশটার দিকে মারা যায়।

কোতয়ালি থানার এসআই মাহাবুব আলম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :