বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নবীনবরণ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নবীন শিক্ষার্থীদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের গ্যালারিতে ওই নবীনবরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএসসি. ফুড ইঞ্জিনিয়ারিংয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
বাকৃবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় এবং সভাপতি ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে ইফতার মাহফিলে ছিলেন- ক্লাবের সহ-সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, রুয়েটের প্রভাষক পবিত্র চন্দ্র দাস।
এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিনিধিবৃন্দ ও শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন