ঝিনাইদহে দুই হাজার ইয়াবাসহ আটক ১
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদেডিহি এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার রাতে তাকে আটক করা হয়।
আটক সোহাগ হোসেন ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদে ডিবি পুলিশ জানতে পারে কালীগঞ্জের বাদেডিহি গ্রামে মাদকবিক্রেতারা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই হাজার ইয়াবাসহ সোহাগ হোসেনকে আটক এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন