গাছের সঙ্গে মাইক্রোর ধাক্কা, দুই ব্যবসায়ীকে রেখে পালাল অপহরণকারীরা
পনের লাখ টাকাসহ দুই ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিলেন ছয় অপহরণকারী। ভেবেছিলেন নির্বিঘ্নে কাজটা শেষ হবে। কিন্তু বিধি বাম। চালকের অসাবধানতায় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেল চলন্ত মাইক্রোটি। আশেপাশের লোকজন দেখে দুর্ঘটনা কবলিত গাড়িটির কাছে ছুটে আসছিলেন। ধরা পড়ার ভয়ে আহত শরীর নিয়েই পাশের ভুট্টা ক্ষেত দিয়ে পালালেন অপহরণকারী চক্রের ছয় সদস্য।
আজ রবিবার কুড়িগ্রামের নাগেশ্বরীতে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ এসে ওই দুই ব্যবসায়ীকে উদ্ধার করে। আটক করে গাড়ির ড্রাইভারকে।
অপহৃত ব্যবসায়ীরা হলেন- গরু ব্যবসায়ী মাহবুবুর রহমান ও মোজাম্মেল হক। তাদের বাড়ি নাগেশ্বরী শহর এলাকায় বলে জানা গেছে।
আর আটক গাড়ির ড্রাইভারের নাম সিদ্দিকুল ইসলাম। তিনি চাঁদপুর জেলার দাশহাটি এলাকার মৃত মজিবুল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, কুড়িগ্রাম সদরে যাত্রাপুর হাট থেকে ব্যাগে করে ১৫ লাখ টাকা নিয়ে নাগেশ্বরীতে ফিরছিলেন ওই দুই গরু ব্যবসায়ী।
এসময় ঐ দুই ব্যবসায়ী মাহবুবুর রহমান ও মোজাম্মেল হক মোটরসাইকেল যোগে নাগেশ্বরী উপজেলার খেরবাড়ি নামক স্থানে পৌঁছালে মাইক্রোবাসে থাকা ছয়জন লোক তাদেরকে টাকাসহ তুলে নিয়ে মাইক্রোবাসে ওঠায়। পরে অপহরণকারীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক দিয়ে পালানোর সময় লালমনিরহাট জেলার সেলিম নগর এলাকায় মাইক্রোবাসটি একটি গাছের সাথে ধাক্কা খায়। এ দুর্ঘটনার সময় এলাকাবাসী এগিয়ে আসার আগেই অপহরণকারী ছয়জন পাশের ভুট্টা ক্ষেত দিয়ে পালিয়ে যায়।
পরে এলাকাবাসী মাইক্রোবাসের নিকট আসলে অপহৃতদের সাথে কথা বলে মাইক্রোবাসের ড্রাইভার, মাইক্রোবাস ও টাকার ব্যাগ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজালুল হক জানান, লালমিনরহাট পুলিশের সহায়তায় ১৫ লাখ টাকাসহ অপহৃতদের উদ্ধার করা হয়েছে। অপহরণকারীদের ব্যবহৃত মাইক্রোবাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নাগেশ্বরী থানায় অপহরণ ও ছিনতাই মামলা হয়েছে। এছাড়াও ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান ওসি।
(ঢাকাটাইমস/১১জুন/প্রতিনিধি/ইএস)মন্তব্য করুন