কুষ্টিয়া জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার উদ্যোগে রবিবার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয় অনুষ্ঠানে।
এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার উপদেষ্টা ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
হানিফ বলেন, ‘কুষ্টিয়া জেলা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে। এক সঙ্গে কাজ করে কুষ্টিয়া জেলাকে রোল মডেল হিসেবে দেখতে চাই।’
জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নির্মুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘দেশে কখনোই সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতে দেব না। যে কোনো মূল্যে তা মোকাবেলা করা হবে। রোজা থেকে আমাদের সেই শিক্ষাই নিতে হবে।’
সমিতির সভাপতি আকতার-উজ-জামান বলেন, ‘আমরা ঢাকাতে কুষ্টিয়া জেলার মানুষের জন্য সব সময় পাশে আছি এবং পাশে থাকব। আমাদের উন্নয়নে আমরা সব সময় কাজ করব। কুষ্টিয়া জেলা সমিতি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করছে। ভবিষ্যতে আরও বেশি করে সামাজিক উন্নয়নে কাজ করব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সদস্য, রাজনৈতিক ব্যক্তি, নারী ও শিশুসহ সাধারণ মানুষ।
(ঢাকাটাইমস/১২ জুন/এসএস/ জেডএ)
মন্তব্য করুন