কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ বন্ধ

প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৪:২৫

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বৈরী আবহাওয়ার কারণে রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। সোমবার দুপুর পৌনে একটা থেকে আবহাওয়া খারাপ হয়ে উঠায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও বাতাস বইছে। পদ্মা উত্তাল থাকায় স্পিডবোট চলাচল সকাল থেকেই এক প্রকার বন্ধ। তবে বড় বোটগুলো মাঝে মধ্যে কিছুসংখ্যক যাত্রী নিয়ে জরুরি প্রয়োজনে চলছে।

সকালে লঞ্চ চলাচল করলেও দুপুর পৌনে একটার দিকে হঠাৎ করেই বাতাস বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

এদিকে আকস্মিকভাবে লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। লঞ্চ টার্মিনালে ভিড় বেড়েছে যাত্রী ঢাকাগামী যাত্রীদের।

রোরো ফেরিসহ কয়েকটি ফেরি চলাচল করায় যাত্রীরা ফেরিতে করে পদ্মা পাড় হচ্ছেন।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ জানান, সকাল থেকেই আবহাওয়া বৈরী। তবে লঞ্চ চলাচলের তেমন অনুপযোগী ছিল না। তবে দুপুর পৌনে একটার দিকে বাতাস বাড়লে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

তিনি জানান, আবহাওয়া অনুকূলে এলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

(ঢাকাটাইমস/১২জুন/প্রতিনিধি/এলএ)